বরিশালে ভূমিহীনদের জমি দখলের মিশনে চেয়ারম্যান পুত্র

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  10:44 PM, 04 January 2022

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের ধামুরায় ভ‚মিহীনদের জমি দখলের মিশনে চেয়ারম্যান পুত্র। দফায় দফায় দখল করতে গিয়ে ব্যর্থ হয়ে অসহায় পরিবারের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একদিকে চেয়ারম্যান পুত্র চঞ্চল বাহিনীর মহড়ায় আতঙ্কে ভ‚মিহীন ১৩টি পরিবার। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সুত্রে জানা যায় শোলক ইউনিয়নের বাবরখানা মৌজার ১০৬,১২৭ ও ৪নং খতিয়ান এবং ধামুরা মৌজার ১৬নং খতিয়ানের ৮ একর ৩৭ শতাংশ জমি সরকারের ১নং খতিয়ান ভ‚ক্ত রয়েছে। উক্ত জমি ডিগ্রি মূলে দাবী করে দীর্ঘদিন যাবৎ ওই এলাকার মৃত হাজ্বী মোফাচ্ছের আলী সরদারের সাথে সরকার পক্ষের মামলা চলে আসছে। এদিকে দীর্ঘ ৩৪ বছর যাবৎ সরকারের লীজ মানি গ্রহন করে ১৩টি পরিবারের সদস্যরা শেষ আশ্রয়স্থল হিসেবে ঘরবাড়ী ও গাছপালা রোপন করে বসবাস করে আসছে।

লীজ মানি গ্রহনকারীদের মধ্যে হাকিম সরদার, হাসেম সরদার, মোবারক আলী সরদার, মৃত সিরাজুল ইসলাম সরদার, মোক্তার আলী সরদার, মৃত হানিফ সরদার, মৃত হারুন সরদার, খালেক সরদার, ছিদ্দিক ফকির, খালেক হাওলাদার, মৃত আবু তালেব মাষ্টার, মুজাহিদ হাওলাদার, দুলাল সরদার।

তারা জানান ১৯৭৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সরকারের লীজ মানি গ্রহন করে বসতবাড়ী তৈরি করে ভোগদখল করে আসছে। ৪ বছর যাবৎ উপজেলা ভ‚মি অফিস থেকে লীজ প্রদান করছেনা। তবে শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছে।

গত ২ জানুয়ারী শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আঃ হালিম সরদারের ছেলে চঞ্চল সরদারের নেতৃত্বে ওই এলাকার গিয়াস সরদার,সুমন সরদার, আলামিন সরদার, রাকিব সরদার, সহিদ সরদার, ইমরান সরদার মিলে রাত সাড়ে ৯ টায় ভ‚মিহীনদের বাড়ীতে ঢুকে ভয়ভীতি ও হুমকী দিয়ে স্থাণীয় সোহেল এর ট্রাকটর দিয়ে ওই জমি চাষাবাদ শুরু করে। অবশেষে তাড়া খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পূনরায় সকালে ওই বাহিনীরা শ্রমিক নিয়ে জমিতে বীজ রোপন করার চেষ্টা করলে সেখানেও তাদের মিশন ব্যর্থ হয়।

ওই দিন ভ‚মিহীন মৃত হারুন সরদারের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে একটি সাধারন ডায়েরী করেন। এর সুত্র ধরে ৩ জানুয়ারী সকাল ৯ টার দিকে ধামুরা বন্দরে শুক্করের চায়ের দোকানের সামনে ভুমিহীন মোক্তার সরদারের ছেলে মিলন সরদার(৪০) এর উপর অতর্কিত হামলা চালায়।

এ ব্যপারে অভিযুক্ত চঞ্চল সরদার জানান ওই জমির মূল মালিক মোফাচ্ছের আলী সরদারের ছেলে লাভলু হাসান আমাদেরকে বর্গা দেয়। তাই আমরা শ্রমিক নিয়ে জমিতে বীজ রোপন করার জন্য চাষ করতে গিয়েছিলাম। তারা বাধা দেয়ায় আমরা ফিরে যাই।

হামলার বিষয়ে অস্বীকার করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ জানান মৌখিক ভাবে বিষয়টি জানতে পেরে উভয় পক্ষকে থানায় এনে দ্রæত মিমাংশার চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :