বরিশালে আসামী ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের আটক-৭

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  10:23 PM, 04 January 2022

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে মামলার এজাহার নামীয় আসামী আটকের পর ছিনিয়ে নেয়া এবং পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জয়ন্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জানা গেছে কোতয়ালী পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়া আসামি শহিদসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় যেসব আসামি জড়িত তাদের আটকেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্রে জানা গেছে, সোমবার (৪ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের ডিসিঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিসিঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী তীরের একটি রেস্তোরাঁয় থেকে মামলার এজাহার নামীয় আসামীকে আটক করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জয়ন্ত ।

এসময় ভাটার খাল বস্তির হালিম শাহ’র পুত্র তারেক শাহ, সাদ্দাম শাহ সহ বেশ কিছু লোকজন এসআই জয়ন্তকে ঘিরে ফেলে এবং মামলা এজাহার নামীয় আসামীকে ছিনিয়ে নেয়।

এতে বাধা দিলে এসআই জয়ন্তসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের মারধর করে এরা। এঘটনায় ২৫ জনের নাম উল্লেখ ও ২৫/৩০ জন অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করা হয়।

পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে এঘটনায় জরিতদের গ্রেফতার এখনো শ্বাসরুদ্ধকর অভিযান চলামন রয়েছে। এদের মধ্যে ৭জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ আটককৃতরা হলো তারেক শাহ, শহিদুল, স্বপন, অলি, পারুল বেগম, পারভেজ, রাজিব। আটকৃত আসামী আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ উপস্থিত হলে সবাই সটকে পড়ে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা বলেন, যে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তাকে হাতকড়াসহ গ্রেফতার করা হয়েছে।

এছাড়া যারা তাকে ছিনিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ৭ জনকে আটক করা হয়েছে বাকীদের গ্রেফতার অভিযান চলছে।

আপনার মতামত লিখুন :