মঠবাড়িয়ায় নৌকা প্রার্থীর কর্মীদের তান্ডবে লাঙ্গল প্রার্থীর সংবাদ সম্মেলন পন্ড
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনের জের ধরে ৪নং দাউদখালী ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সেকান্দার আলী খানের সংবাদ সম্মেলন পন্ড করে দিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা।
গতকাল বিকেলে উপজেলার হারজী নলবুনিয়া গ্রামে তার নিজ বাস ভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব সেকান্দার আলী খান।
সংবাদ সম্মেলনে তিনি নৌকা প্রতীকের প্রার্থী ফজলুল হক খান রাহাতে বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের নানাবিধ অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আমার এলাকায় নির্বাচনী আচরণ বিধি মোতাবেক কোন কার্যক্রম হচ্ছেনা। আমি আমার কোনো প্রচারণা চালাতে পারছি না।
আমার প্রতিপক্ষ তার নিশ্চিত ভরাডুবি অনুভব করে আমার জনসমর্থনের প্রতি ক্ষুব্ধ হয়ে আমার প্রচারে দিচ্ছেন। তার সমর্থকরা আমার পোষ্টার ছিঁড়ে ফেলছেন। লাঙ্গল প্রতীকের হয়ে কেউ ভোট চাইতে গেলে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে হামলা মামলার ভয় দেখিয়ে তাড়িয়ে দিচ্ছে। আমার প্রচার মাইক ভেঙে ফেলছে।
এ ঘটনা বরিশাল ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাচন অফিসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করলেও তেমন কোন পদক্ষেপ নিচ্ছেন না।
আমার বাস ভবনে নিজের ও কর্মীদের নিরাপত্তা ও অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবীতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনকে অবহিত করতে চেয়েছিলাম।
কিন্তু সে অধিকার হরণ করে নৌকা প্রতীকের সমর্থকরা আমার বাড়ির পাশে অবস্থান করে উত্তপ্ত শ্লোগান দিয়ে, লাঠি ও দেশীয় অস্ত্র প্রদর্শন সহ হট্টাগোল করে সংবাদ সম্মেলনের মধ্যেবর্তী সময় তা পন্ড করে দেয়। যে ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা জাতীয় পর্টি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।