বরিশালে মিনিবাস দূর্ঘটনায় ১৫ জন আহত

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  05:04 AM, 03 January 2022

নিজস্ব প্রতিবেদক: বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জের বটতলা এলাকায় মিনিবাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের ওপর আছড়ে পড়লে ১৫ যাত্রী আহত হয়েছে।

গুরুতর আহত ৩ জনকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। অপর সবাইকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। যাত্রীবাহী মিনি বাসটিরও ব্যাপক ক্ষতি হয়েছে।

শণিবার সকাল ১০টার দিকে পটুয়াখালীর বাউফল থেকে বরিশালগামী মিনিবাসটির চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগলে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে বাকেরগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের উদ্ধার করে।

বরিশাø থেকেও ফাূয়ার সার্ভিওসের অপার একটি একটি ইউনিট দূর্ঘটনাস্থলে রওয়ানা হলেও পথিমধ্যে তা ফিরে আসে।
গাড়ীটির চালক ও সহকারী পালিয়ে গেছে। এব্যাপারে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :