বরিশালে থ্রি হুইলার চালকদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: এল পি জি চালিত থ্রি হুইলার সিটি করপোরেশন ও জেলার সড়ক গুলোতে চলাচল করতে না পারার প্রতিবাদে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি ও পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে থ্রি হুইলার চালক ও মালিকবৃন্দ।
রবিবার (২জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় নগরীর আমতলার মোড়ে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বরিশাল জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের মেয়র বরাবর স্বারক লিপি প্রদান করা হয়। সমাবেশে আন্দোলনরত ভুক্তভোগী চালকরা জানায়, বরিশালে মহাসড়ক ব্যাতীত বিকল্প সড়ক এর সংখ্যা খুবই কম।
প্রশাসন এর কঠোর অবস্থান এর জন্য গত ৩ মাস যাবৎ যাত্রীদের নিয়ে বাসস্ট্যান্ড, লঞ্চঘাট মেডিকেল সহ বিভিন্ন জায়গায় আসা প্রায় অসম্ভব। এছাড়া এল পি জি ফিলিং স্টেশন গুলাে সিটি কর্পোরেশন এর অভ্যান্তরে হওয়ায় আমাদের মেট্রো এলাকায় প্রবেশ করতে হয়।
থ্রি হুইলারের মালিকরা জানান,রাস্তায় প্রশাসন এর কঠোর অবস্থান এর কারনে আমাদের ৫০ এর অধিক গাড়ী আটক করা হয়েছে। আমরা দ্রুত এসব আইনের প্রতিকার চাই।
আমাদের সকল যানবাহন বৈধ, বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন কৃত এবং সরকারী সকল বিধি বিধান মেনে চলাচল করে। রুট পারমিট এ পরিবর্তন এনে প্রশাসন কর্তৃক এল পি জি চালিত থ্রি হুইলার চালাচলের সুযােগ প্রদান করতে হবে।
এ সম্পর্কে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, একটা স্মারকলিপি পেয়েছি। বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে।