আজ বরিশালে আসছেন জৈনপুরী বড় হুজুর
নিজস্ব প্রতিবেদকঃ আজ বরিশাল নগরীতে আসছেন ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা সাইফুল হাফিজ সিদ্দিকী জৈনপুরী আলকুরাইশী বড় হুজুর। তিনি শহরের পেয়ারা রোড এলাকার একটি বাসায় অবস্থান করবেন।
সেখানে তিনি ১/২ দিন থাকার সিদ্ধান্ত রয়েছে। এই চিন্তাবিদের সফর সঙ্গী ফেরদৌস ও আলী জানিয়েছেন, আলহাজ্ব হযরত মাওলানা সাইফুল হাফিজ সিদ্দিকী জৈনপুরী আলকুরাইশী বড় হুজুর ঢাকায় অবস্থান করছেন। তিনি গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে কুয়াকাটা লঞ্চে বরিশাল শহরের উদ্দেশে রওনা দিয়েছেন।
পরবর্তীতে তিনি আজ পেয়ারা রোড এলাকায় মোঃ মাহবুব মিয়ার বাসায় উঠবেন। এখানে আলহাজ্ব হযরত মাওলানা সাইফুল হাফিজ সিদ্দিকী জৈনপুরী আলকুরাইশী বড় হুজুর ১/২ দিন থাকবেন।