বরিশালে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  04:44 AM, 02 January 2022

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতম উদ্যোগ বছরের প্রথম দিনে সারা দেশে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

প্রতি বছরের মতো এবারো করোনা মহামারীকে মাথায় রেখে সীমিত পরিসরে সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই।

আজ ১ জানুয়ারি ২০২২ শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, উপজেলা শিক্ষা অফিসার বরিশাল সদর দিলদার নাহার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বরিশাল সদর চাহিদা বেগমসহ শিক্ষা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে তারা আনন্দিত উল্লাসিত।

নতুন বই পেয়ে উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা তাদের এই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন এক সম্ভাবনার। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়েন। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা। বরিশাল জেলায় ১৪ লক্ষ ৫০ হাজার বই বিতরণ করা হবে ১৫৮২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লক্ষ ৩২ হাজার শিক্ষার্থীদের মাঝে।

আপনার মতামত লিখুন :