বরগুনায় এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  04:38 AM, 02 January 2022

বরগুনা প্রতিনিধি: বরগুনায় এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সকিনা বনবিভাগের অফিসের পার্শ্ববর্তী নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে , উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা বনবিভাগের পাশেই নিজ বাড়িতে গাঁজার ব্যবসা করছেন শানু মিয়া (৫৫) ও তার স্ত্রী ফিরোজা(৪৫) বেগম।

এমন গোপন সংবাদের ভিক্তিতে তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপুসহ পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় গাঁজা ব্যবসায়ীর বাড়ির রান্নাঘরে লুকানো দুইটি প্লাস্টিকের পাত্রে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাজী শাখাওয়াত হোসেন বলেন, ওই স্বামী-স্ত্রী দীর্ঘদিন যাবৎ সুকৌশলে এলাকায় মাদক বিক্রী করে আসছিলো।

আমি নিজেই অভিযান পরিচালনা করে তাদেরকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :