পটুয়াখালীতে বই না পেয়ে খালি হাতে ফিরে গেলো ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  04:32 AM, 02 January 2022

পটুয়াখালী প্রতিনিধি: সারা দেশের মতো পটুয়াখালীতেও চলছে বই বিতরণ। সকাল ১০টা থেকে জেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসায় শিক্ষার্থীরা বই নিতে ভিড় করছে।

তবে এবারই প্রথম ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বই না পেয়ে খালি হাতে ফিরে গেছে। অন্য সকল ক্লাসের বই বিতরণ চলমান রয়েছে।

এ বছর পটুয়াখালী জেলায় মাধ্যমিক পর্যায়ের ৯৮ হাজার ৯২২ শিক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৭৩ হাজার ৪৮০টি বই বিতরণ করার কথা থাকলেও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই না আশায় ১ জানুয়ারি জেলার কোথাও এই শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া সম্ভব হয়নি।

পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে বই উৎসব না করে ক্লাসে ক্লাসে বই বিতরণ করা হচ্ছে। তবে ৬ষ্ঠ শ্রেণির বই এখনও হাতে পাওয়া যায়নি। হাতে পেলেই তা দ্রুত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান বলেন, আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে ৬ষ্ঠ শ্রেণির বই হাতে পাওয়া যাবে। বই পেলেই সংশ্লিষ্ট উপজেলায় এবং বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিন জানান, পটুয়াখালী জেলায় ২০২২ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক পর্যায়ে ১ লাখ ৯১ হাজার ৯২১ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হচ্ছে। এজন্য ৯ লাখ ১১ হাজার ৯৩৭টি বই বিতরণ করা হচ্ছে।

প্রতি বছর বই উৎসবের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ করা হলেও এবার করোনা ভাইরাসের কারণে উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

আপনার মতামত লিখুন :