বাউফলে জেলের জালে ১৭ কেজি ওজনের বাঘাইড়

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  04:26 AM, 02 January 2022

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের বাঘাইড় নামে একটি বিরল প্রজাতীর মাছ।

আজ শনিবার সকালে মাছটি আবদুর রফিক (৩২) নামে এক জেলে উপজেলার কাছিপাড়া বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন।

জেলে আব্দুর রফিক (৩২)জানান, মাছটি শনিবার সকালে কারখানা নদী থেকে শিকার করে কাছিপাড়া বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। দাম কম বলায় উপজেলার কালাইয়া বন্দরের মাছ বাজারে নিয়ে আসলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী ১হাজার ২শটাকা কেজি দরে ২০হাজার ৪শ টাকায় মাছটি কিনে নেয়।

আপনার মতামত লিখুন :