বরিশালে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

বছরের প্রথম দিনেই বরিশালে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। শনিবার (১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নগরীর মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরন করা হয়। এসময় নতুন বইয়ের গন্ধে শক্ষার্থীরা উল্লাস প্রকাশ করে।
প্রতি বছরের মতো এবারো করোনা মহামারীকে মাথায় রেখে সীমিত পরিসরে সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই। বই বিতরন অনুষ্ঠানে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (এনডিসি) মোঃ নাজমূল হুদা ও সুব্রত বিশ্বাস দাস, উপজেলা শিক্ষা অফিসার দিলদার নাহার এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাহিদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন বই পেয়ে উল্লসিত কোমলমতি শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন এক সম্ভাবনার।
উল্লেখ্য, বরিশাল জেলায় এ বছর ১৫৮২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৩২ হাজার শিক্ষার্থীর মাঝে ১৪ লাখ ৫০ হাজার বই বিতরণ করা হবে।