বরিশালে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  05:37 AM, 01 January 2022

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় সুমন নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার(৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে এই ঘটনা ঘটে । প্রত্যাক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে সুমন নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

এসময় সুমনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত সুমনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। যানা গেছে, বরিশাল আলফা মাহেন্দ্রা শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি সুমন।

তার সাথে স্থানীয় কিছু চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের সাথে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় সুমনকে কুপিয়েছে। আহত সুমন জানায় আমার সাথে তাদের বিরোধ শুধু চাঁদাবাজি নিয়া।আমি চাঁদাবাজিতে বাধা দিলেই ওরা আমার উপর চড়াও হয় এবং আমাকে কুপিয়ে জখম করে।

আহত সুমনের স্ত্রী রুবি বেগম জানান, আমাদের গাড়িও চলতে দেয় না এরা।তাদের নিয়মিত চাঁদা দিলে গাড়ি চলবে না দিলে চলবে না। এই ঘটনায় চলতি বছরের নভেম্বর মাসে বরিশাল আদালতে একটি মামলাও করেন আহত সুমন।

মামলার সংবাদ পেয়ে আরো ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায় চাঁদাবাজরা। এবিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম জানান, ঘটনা আমি শুনেছি এবং অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :