ঝালকাঠিতে ৫ জুয়াড়ির কারাদণ্ড

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  05:36 AM, 01 January 2022

অনলাইন ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে পাঁচ জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা চাড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার গালুয়া ইউনিয়নের মধ্য চাড়াখালী এলাকার মৃত মোসলেমউদ্দিন আকনের ছেলে মো. রফিকুল ইসলাম পান্না আকন (৫০), মৃত হাবিবুর রহমান বেগের ছেলে মো. আবুল হোসেন বেগ (৫২), মো. আব্দুর বারেক খানের ছেলে মো. তাইজুল ইসলাম হাওলাদার (৩৮), পশ্চিম চাড়াখালী এলাকার মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে মো. নুরু হাওলাদার (৩৫), মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদার ওরফে শুক্কুর (৩২)।

আপনার মতামত লিখুন :