বরিশালে এসএসসিতে ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ডিগ্রির চর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মিম আক্তার (১৮) বৃহস্পতিবার এসএসসির রেজাল্টে অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেন । স্থানীয়রা জানান শুক্রবার সকাল ৮ টার দিকে তার নিজ ঘরের দোতালায় আরার সাথে নিজের নিজ ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিম ।
স্থানীয় সূত্রে জানাগেছে নিহত স্কুলছাত্রী মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা প্রামের মোঃ কাওসার মৃধার বড় মেয়ে মিম । বৃহস্পতিবার এসএসসির রেজাল্ট প্রকাাশ হলে মিম অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে নিজ ঘরের দোতালায় আরার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়।
মিমের মায়ের খোজাখুজিতে বাড়ির লোকজন জানতে পেরে খোজাখুজি করে ঘরের দোতালায় দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে স্থানীয় চিকিৎসক মিমকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে এয়ারর্পোট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। এখন ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।