জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  05:28 AM, 01 January 2022

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ- জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২১-২২’র অভিষেক অনুষ্ঠান। শুক্রবার বিকাল ৩ টায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনারম্বরভাবে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী। মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক জাহিদুল বারী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি গাজী নজমুল হোসেন আকাশ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নজরুল বিশ্বাস, মেহেন্দিগঞ্জ থানা ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান, মাইটিভির পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, ইউপি সচিব ভাস্কর পাল, শিক্ষক আক্তার হোসেন খোকন, ৭১ টিভির বরিশাল ব্যুারো প্রধান বিধান সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, আর.টিভির বরিশাল ব্যুরে প্রধান আলী জসিম, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এহসান রেজা জিতু, সাংগঠনিক সম্পাদক শামীম খান, ৭১ টিভির ক্যামেরাপার্সন মোঃ জসিম উদ্দিন, মেহেন্দিগঞ্জ রির্পোটার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারন সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান ফরিদ, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত বরিশালের সাংবাদিক মর্জিনা বেগম, দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক রাকিবুল হাসান (ফয়সাল রাকিব), মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সম্রাট হোসেন, নির্বাহী সদস্য নুর মোহাম্মদ জুয়েল, সদস্য মোঃ স্বপন হাওলাদার, মনির দেওয়ান, এইচ এম আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান শিবলু, মোঃ ইব্রাহীম বকশি, তুহিন মোহাম্মদ হানিফ, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলীসহ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক, শিক্ষক, সমাজ সেবক, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সন্ধ্যায় ঢাকা ও বরিশাল থেকে আগত এবং স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিষেক অনুষ্ঠানে বক্তারা সমাজের নানাবিধ ঘটনা প্রবাহ ও সামাজিক উন্নয়নে সম্মিলিত ভাবে অংশগ্রহণ এবং সমাজের নানাবিধ অন্যায়, অসঙ্গতি তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকদের সক্রিয়ভাবে ভূমিকা পালনের আহবান জানান।

আপনার মতামত লিখুন :