বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন শিক্ষার্থী

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  02:57 AM, 31 December 2021

নিজস্ব প্রতিবেদক: এ বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। এই শিক্ষা বোর্ডে জিপিজিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন শিক্ষার্থী।

বৃহষ্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

অরুন কুমার গাইন জানান, এ বছর এসএসসিতে বরিশাল বোর্ডে ছেলের মধ্যে ৫১ হাজার ৪৬৩ জন এবং মেয়েদের মধ্যে ৫০ হাজার ৪৫৪ জন পাস করে। পাসের হারে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। তাদের পাসের হার ৯১.২৫ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৮৯.১৭ শতাংশ।

বরিশাল বোর্ডেেএসএসসিতে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাস করেছেন। এই বিভাগে পাসের হার ৯২ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৫ শতাংশ এবং মানবিক বিভাগে ৮৮ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

আপনার মতামত লিখুন :