নতুন বছরে আসছে নাহিদের নির্মিত মিউজিক ভিডিও সমাপ্তির শেষে
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতেই দর্শক-শ্রোতাদের নতুন মিউজিক ভিডিও উপহার দিচ্ছেন প্রিয় মাল্টিমিডিয়া। আর এতে অভিনয় করেছেন মডেল রব মেঘ। তার বিপরীতে অভিনয় করেছেন নতুন মুখ মুনতাহা মুন। জনপ্রিয় কন্ঠশিল্পী রিংকুর গাওয়া গানটি নতুন ভাবে কন্ঠ দিয়েছেন তরুণ সঙ্গীতশিল্পী শাহাবুদ্দিন।
৩১ ডিসেম্বর শুক্রবার প্রিয় মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন মিউজিক ভিডিওটির পরিচালক ও তরুণ নির্মাতা মজিবর রহমান নাহিদ। তিনি জানান,‘নতুন বছর উপলক্ষে সম্পূর্ণ ব্যতিক্রম একটা কাজ করেছি আমরা। একটি বাস্তব ভালোবাসার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিওটি। আশা করছি সকলের ভালো লাগবে কাজটি।’
মিউজিক ভিডিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, ফাইজুল ইসলাম, তারেক, আকাশ সহ আরও অনেকে। এটি নির্মিত হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদীর পাড়ে ও নগরীর বিভিন্ন স্থানে।প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছেন মারুফ হোসেন। এছাড়া ডিওপি হিসেবে কাজ করেছেন এসআই লিখন।