বরিশালের চরকাউয়ায় যাত্রীবাহী বাস খাদে,আহত-১০

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  02:40 AM, 31 December 2021

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ব্যারিষ্ট্যার বাড়ীর সামনে পার্কিংয়ে থাকা অনামিকা ঢাকা মেট্রো জ -১১-০০৮০ গাড়ীর বিপরীত থেকে আসা পপুলার নামে বরিশাল জ ১১-০০২৬ নং গাড়ীটি গতি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে পরে যায়। ঘটনাটি আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঘটে।

খবরটি শুনে দ্রæত ঘটনা স্থানে ছুটে আসেন ফায়ার সার্ভিসের দুইটি টিম। স্থানীয় সূত্রে জানা গেছে খাদে পড়া বাসটির ভিতর থেকে নারী-পুরুষ সহ ১০ আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রী কবির জানায়, ডিসি রোড থেকে চরকাউয়া খেয়াঘাটের উদ্দ্যেসে পপুলার নামে বাসটি যাত্রী নিয়ে আসার পথে ব্যারিষ্ট্যার বাড়ীর সামনে আসলে বাসের হেলপার জাহিদ ওরফে ধলু ছনে মসজিদ এলাকার পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় বাসটি পুকুরে মধ্যে পড়ে যায়।

বাসের মধ্যে থাকা একাধিক যাত্রী বলেন, বাসে নিদিষ্ট চালক না থাকার কারনে বাসের মালিক সুমন নিজেই বাসটি চালিয়ে দিনারের পোল এসে হেলপারের কাছে হস্তান্তর করে দেন। হেলপার বেপোয়া ভাবে চালানোর কারনে এদূর্ঘটনাটি ঘটেছে।

তবে দূর্ঘটনায় কোন ব্যাক্তির বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। দূঘর্টনার বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান। তিনি বলেন, ডিসি রোড থেকে চরকাউয়া খেয়াঘাট আসার পথে একটি বাস খাদে পরে বাসের মধ্যে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে চালক ও হেলফার পালিয়েছে।

আপনার মতামত লিখুন :