পাথরঘাটায় মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার

আনিসুর রহমান টুলু বরগুনা ॥ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনার পাথরঘাটা থেকে ১শ ৬০ পিস ইয়াবাসহ রুবেল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।
রাত সাড়ে নয়টার দিকে উপজেলার লেমুয়া খাল সংলগ্ন এলাকা থেকে মোঃ রুবেলকে আটক করা হয়েছে। আটক রুবেল উপজেলাধীন লেমুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আব্দুল্লার ছেলে।
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেমুয়া গ্রাম থেকে ইয়াবা ব্যবসায়ী রুবেলকে আটক করা হয় এসময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।