অতঃপর টনক লড়ল বিআইডব্লিউটিএ’র
বরিশাল নদী বন্দরে লঞ্চে অভিযান
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নদী বন্দরে ঢাকাগামী লঞ্চে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। অভিযান চলাকালে লঞ্চ স্টাফের সাথে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বিআইডব্লিউটিএ কর্মীদের।
আজ (২৯ ডিসেম্বর) বুধবার রাত সাড়ে ৮টায় বরিশাল নদী বন্দর কর্মকর্তা বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল ঢাকা নৌ রুটের এডভেঞ্চার ১ লঞ্চ থেকে অভিযান শুরু করে কর্মকর্তারা। এরপর বরিশাল নদী বন্দরে ঢাকামুখী থাকা বিলাসবহুল সকল লঞ্চেই অভিযান পরিচালনা করা হয় এবং সতর্ক করা হয় লঞ্চ মালিক, মাস্টার ও ড্রাইভারদের।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সদর দপ্তরের নির্দেশে লঞ্চগুলোতে অভিযান চালানো হয়। লঞ্চগুলোর সার্ভে সনদ রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। এছাড়া সব লঞ্চেই রান্নার গ্যাস সিলিন্ডার সরিয়ে নিতে বলা হয়েছে। তবে কোনো লঞ্চকেই জরিমানা করা হয়নি।