কলাপাড়ায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ২০ হাজার মিটার জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে উপজেলার মহিপুরের নিজাপুর কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগর মোহনার খাজুরা ও আন্দারমানিক নদীতে অভিযান চালিয়ে এ অবৈধ জাল জব্দ করে।অভিযানের টের পেয়ে জেলেরা সটকে পড়েছে। পরে কোস্টগার্ড স্টেশনের সোনাতলা নদীর তীরে জদ্ধকৃত জাল পুড়ে ফেলা হয়েছে।
এ জালের আনুমানিকমুল্য ১০ লাখ টাকা হতে পারে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ জালগুলো একেবারেই অবৈধ। এতে বিভিন্ন প্রজাতির ছোট মাছ মারা যায়।তাই কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ঘন ফাসের লাল জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে। তবে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।