বরিশাল ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল ক্যাডেট কলেজের ৩৯ তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার ( ২৯ ১২-২০২১ ) কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে । সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ , এনডিসি ,এএফডব্লিউসি , পিএসসি
জেনারেল অফিসার কমান্ডিং , ৭ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বরিশাল , শেখ হাসিনা সেনানিবাস ।
তিনটি হাউসে বিভক্ত ( শহীদ সোহ্রাওয়ার্দী , শেরে – ই – বাংলা এবং শরিয়তউল্লাহ ) প্রতিযোগী ক্যাডেটবৃন্দ ২৬ টি ইভেন্টে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২১ এ শহীদ সোহ্রাওয়ার্দী হাউস বিজয়ী ও শেরে – ই – বাংলা হাউস উপবিজয়ী হয় । বছরের সকল প্রতিযোগিতার ফলাফলের সমন্বয়ে সার্বিকভাবে বিজয়ী হয় শহীদ সোহ্রাওয়ার্দী হাউস এবং উপবিজয়ী হয় শেরেই বাংলা হাউস ।
উল্লেখ্য যে , ২৬ ডিসেম্বর এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ কর্ণেল সাইফুল হক আহমেদ , পিএসসি । অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ , কলেজের শিক্ষকবৃন্দ , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ক্যাডেট ও তাঁদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।