দেশের প্রত্যন্ত অঞ্চলে ফ্রেশ এলপি গ্যাসের সহজ প্রাপ্তি নিশ্চিত করতে হবে-ডিজিএম আরিফুল হক

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  10:58 PM, 29 December 2021

নিজস্ব প্রতিবেদক: মেঘনা গ্রুপ অব ইন্ডাসট্রি এর পন্য ফ্রেশ এলপি গ্যস এর সেলস এন্ড মার্কটিং এর সিনিয়র ডিজিএম মোঃ আরিফুল হক বরিশালর মার্কেটিং পরিদর্শনে এসে বলেছেন. জালানি খ্যাতে অবদান রাখতে দেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়িক প্রতিষ্ঠাম মেষনা গ্রুফ অব কোম্পানির ব্যান্ড ফ্রেস এলপি গ্যাস ২০১৯ সালে বাজারজাত শুরু করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে সহজে ভোক্তাদের দোর গোড়ায় পৌছে দেয়ার লক্ষেই কোম্পানিটি কাজ করছে।

বরিশাল জেলা পরিদর্শন কালে তিনি আরো বলেন. ফ্রেশ এলপি গ্যাস ইউরোপীয় প্রযুক্তি ও অত্যাধুনিক ম্যাশিনের মাধ্যমে গুনগত মান নিশ্চিত করে এলপিজি গ্যাস নিজস্ব ক্যারিয়ার জাহাজ অত্যাধুনিক সিলিন্ডার ম্যানুফেক্চারিং প্লান্ট এবং সুবিশাল স্টোরেজ সিস্টেম এবং দেশ ব্যাপি বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে ফ্রশ এলপি গ্যাস বাজারে উল্লেখযোগ্য অবদান রাখছে। বরিশালের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেন তিনি।

এসময় এরিয়া সেলস ম্যানেজার মোঃ শরিফুজ্জামান মজুমদার. ও রিজিওনাল ডিস্ট্রিবিউটর মতিউর রহামান উপস্থিত ছিলেন। প্রতি দুইটি পরিবারের একটিতে মেঘনা গ্রুফের পন্য ব্যাহার করে বলে জানাগেছে। আরো সহজে ভোক্তাদের কাছে এলপি গ্যাস পৌছে দেয়ার লক্ষে কাজ করছে প্রতিস্ঠানটি। দামে এবং কেয়ালিটি. পরিবহন ও গুনে মানে অনন্য মেঘনা গ্রুফের পন্য। বরিশাল ঘুরে ভোক্তাদের নিকট থেকে এমন মন্তব্যই শুনেছেন কোম্পানি কর্ম কর্তারা।

আপনার মতামত লিখুন :