সুগন্ধা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের পঞ্চম দিনে মুখপোড়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে সুগন্ধা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়রা সুগন্ধা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।
সকাল সাড়ে ৮টায় মরদেহটি উদ্ধার করে লঞ্চ টার্মিনালে নিয়ে আসি। তার বয়স আনুমানিক ৩২ বছর হতে পারে। তার গায়ে কালো রঙের গেঞ্জি, কালো জিন্স প্যান্ট ও পায়ে মুজা পরা ছিল। তার মুখটা পোড়া অবস্থায় পাওয়া গেছে।২৩ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ৪৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।