বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৬ মণ জাটকা জব্দ

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  09:35 PM, 27 December 2021

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নৌ-পুলিশ এর জাটকাবিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকালও বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়েছে। বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান এর নেতৃত্বে গতকাল রবিবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার সময় জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ।এ সময় বরিশালের দপদপিয়া টোলঘর সংলগ্ন স্থানে যাত্রীবাহী একাধিক পরিবহনে অভিযান চালিয়ে আনুমানিক ৬ মণ জাটকা উদ্ধার করে বরিশাল সদর নৌ-থানা পুলিশ।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, বরিশাল নৌ পুলিশের ঝাটকাবিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকালও গোপন সংবাদে জানতে পেরে রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত কুয়াকাটা-কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহনে অভিযান চালানো হয়।এ সময় আনুমানিক ৬ মন জাটকা জব্দ করা হয়।

পরবর্তীতে সকাল ১১টার সময় জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে।তিনি আরো জানান, বরিশাল সদর নৌ থানা পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন :