গেইলকে দলে নিল ফরচুন বরিশাল

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  09:29 PM, 27 December 2021

অনলাইন ডেস্কঃ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) অষ্টম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন ক্যারিবিয়ান দানব নামে খ্যাত তারকা ক্রিকেটার ক্রিস গেইল। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিবদ্ধ করে। ফ্র্যাঞ্চাইজিটির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করে।এর আগে জানা গিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন গেইল। এ নিয়ে চট্টগ্রামের সঙ্গে নাকি তার মৌখিক কথাবার্তাও হয়।

কিন্তু শেষ পর্যন্ত বরিশালের সঙ্গে কথা পাকাপাকি করেছেন টি-টোয়েন্টির বস।ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে ভেড়ানোর ইচ্ছা ছিল বরিশালের। কিন্তু রাসেলকে শেষপর্যন্ত না পেয়ে গেইলের দিকে মনোযোগী হয় বরিশাল।প্লেয়ার্স ড্রাফটের আগে প্রতিটি দলের সুযোগ ছিল ১ জন দেশি ও ৩ জন বিদেশি খেলোয়াড়কে দলে ভেড়ানোর। বরিশাল সেই সুযোগ পুরোটাই কাজে লাগিয়েছে। দেশিদের মধ্যে দলটি স্কোয়াডে ভিড়িয়েছে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এছাড়া বিদেশিদের মধ্যে গেইল ছাড়াও মুজিব উর রহমান ও দানুশকা গুনাথিলাকাকে দলভুক্ত করেছে ফরচুন বরিশাল।

বিপিএলের সর্বশেষ আসরে চট্টগ্রামের হয়ে খেলেছিলেন গেইল। ডিরেক্ট সাইনিংয়ে দেশি কোটায় সাকিব আল হাসান এবং বিদেশি কোটায় আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলংকার দানুশকা গুনাথিলাকাকে নিয়েছিল বরিশাল। তৃতীয় বিদেশি হিসেবে তাদের কথা চলছিল আন্দ্রে রাসেলের সঙ্গে।তবে শেষপর্যন্ত রাসেলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়নি বরিশাল ফ্র্যাঞ্চাইজির। তাই রাসেলেরই স্বদেশি গেইলকে দলে নিয়েছে তারা। বরিশালের দলীয় সূত্রে জানা গেছে, বিপিএলের পুরো আসরেই খেলবেন গেইল।বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৪২ ম্যাচ খেলেছেন গেইল। যেখানে পাঁচটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৪১.১৬ গড়, ১৫৬ স্ট্রাইকরেটে ১৪৮২ রান করেছেন তিনি।

আপনার মতামত লিখুন :