ভোট কেন্দ্র পরিদর্শনে বিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদকঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। আজ রোববার (২৬ ডিসেম্বর) বরিশাল মহানগরীর বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এসময় ভোটার, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার সহ কর্তব্যে নিয়োজিত সকলের সাথে নির্বাচনবিধি মেনে ভোট গ্রহণ হচ্ছে কি-না সে বিষয়ে খোঁজে নেন ও মতবিনিময় করেন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান। পাশাপাশি তিনি আগত ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বাস প্রদান করেন।প্রসংগত, চাঁদপাশা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় রোববার।