লঞ্চের আগুনের তৃতীয় দিনেও চলছে মরদেহের উদ্ধার অভিযান

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  08:49 PM, 26 December 2021

অনলাইন ডেস্কঃ এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ যাত্রীদের সন্ধানে ঝালকাঠির সুগন্ধা নদীতে উদ্ধার অভিযান চলছে। রোববার সকাল থেকেই বরিশাল নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোষ্ট গার্ড তৃতীয় দিনের মতো অভিযান শুরু করে। তবে রোববার বিকেল ৪টা পর্যন্ত পর্যন্ত নতুন করে কোনো মরদেহের সন্ধান মেলেনি।

নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা হুমায়ুন কবির বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আমরা ঝালকাঠিতে এসে পৌঁছেছি। তারপর ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করি।তিনি বলেন, নদী পাড়ের বাসিন্দাদের ফায়ার সার্ভিসের মোবাইল নম্বর দিয়েছি। তারা যদি কেউ কোনো জায়গায় মরদেহ সন্ধান পায় তবে আমাদের যাতে দ্রুত জানাতে পারে।

এ ছাড়া নিখোঁজদের স্বজনরাও অনেকেই ব্যাক্তিভাবে ট্রলার নিয়ে সুগন্ধা নদীর বিভিন্ন প্রান্তে মরদেহ খুঁজছেন।এখনও অন্তত ২৫ জনের মতো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন নৌ ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে গত শুক্রবার ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুন লেগে এখন পর্যন্ত ৪০ জনের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অনেকে।

আপনার মতামত লিখুন :