ইঞ্জিন রুম থেকেই আগুনের সূত্রপাত: তদন্ত কমিটির প্রধান

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  08:45 PM, 26 December 2021

অনলাইন ডেস্কঃ ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলাম বলেছেন, ঝালকাঠিতে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনার বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। একাধিকবার ঘটনাস্থল ও লঞ্চ পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে ইঞ্জিন রুম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে আরও কিছু বিষয়ের কারণে এটি ছড়িয়ে পড়েছে।

’রবিবার বরগুনার সার্কিট হাউজ মিলনায়তনে লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে এসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, তদন্ত এখনো চলমান। তাই কংক্রিট কোন তথ্য দেওয়া যাচ্ছে না। তবে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে একটি সুষ্ঠু তদন্ত করে ঘটনার সত্যতা উদ্ঘাটন করা যায়। লঞ্চের কোনো স্টাফের সঙ্গে আমরা এখনো কথা বলতে পারি না।

সেই রাতে আসলে কি ঘটেছিল এটা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শোনার জন্যই আমরা বরগুনা এসেছি।এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তোফায়েল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন, নৌ পুলিশের বরিশাল রেঞ্জের পুলিশ সুপার কফিল উদ্দিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল(যাপ) সংস্থার পরিচালক মামুন-অর-রশিদ ও বিআইডব্লিউটিএ এর অতিরিক্ত পরিচালক (বন্দর) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। তাদের সাথে ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।

আপনার মতামত লিখুন :