লঞ্চে আগুন: নিখোঁজদের সর্বশেষ তালিকা

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলার বিভিন্ন এলাকা থেকে ঝালকাঠিতে স্বজনদের খোঁজে আসছেন শত শত মানুষ। লঞ্চে অগ্নিকাণ্ডের সময় নদীতে লাফিয়ে নিখোঁজ হয়েছে অনেক যাত্রী এমন ধারণা তাদের। ঝালকাঠির সুগন্ধা তীরে নিখোঁজদের খুঁজে বেড়াচ্ছেন তারা। কেউ মা-বাবা, কেউ ভাই-বোন, সন্তান হারিয়ে করছেন আহাজারী। অন্তত স্বজনের মরদেহ নিয়ে বাড়ি ফিরতে চান সবাই।নিখোঁজদের খুঁজে বের করতে স্বজনদের সঙ্গে কথা বলে দুদিনে ৫১ জনের তালিকা তৈরি করেছে যুব রেডক্রিস্টে সোসাইটির সদস্যরা।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নদী তীরে দুদিন ধরে নিখোঁজ মানুষের সন্ধানে আসা স্বজনদের পাশে দাঁড়িয়েছে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির শতাধিক কর্মী।
তাদের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত ৫১ জনের নামের তালিকা তৈরি করা হয়েছে, যারা এখনো নিখোঁজ।যুব রেডক্রিসেন্ট সোসাইটির তালিকা অনুযায়ী নিখোঁজ যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন বরগুনার বড় লবন গোলা গ্রামের হাকিম শরীফ, পাখি বেগম, নাসিরুল্লাহ; তালতলি উপজেলার নলিমাঠা গ্রামের ইদ্র্রিস; বরগুনার পরীখাল গ্রামের রাজিয়া সুলতানা, নুসরাত জাহান; মির্জাগঞ্জ উপজেলার কিসমত, শ্রীনগর গ্রামের জাহানারা বেগম; বামনা উপজেলার লক্ষ্মীপুরা বুকাবুনিয়া গ্রামের স্বপ্নিল চন্দ্র হাওলাদার, সদরের আমতলী সড়কের আবদুল হক, নাহরমান গ্রামের হেনারা, ইব্রাহিম, এনামুল; ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা তাছলিমা আক্তার, সুমাইয়া আক্তার মিম, সুমনা আক্তার তানিসা, জোনায়েদ ইসলাম; বরগুনা সদরের মাহিন সরদার, রিমু, মুত্তাসিন; বেতাগী উপজেলার বুড়ামজুমদার গ্রামের রিনা বেগম, নুসরাত আক্তার লিনা, কুমারখালী গ্রামের মোতাসিম, ভোলাঘাট গ্রামের মো. হামিদ; বরগুনা সদরের নিলুফা, বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের কৃষ্ণ প্রসাদ, কাশিপুর চৌমাথার আরিফ মৃধা, কুলসুম; পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামের পপি, বরগুনা সদরের রিমু, জীবন; ঢাকার উত্তর মাদারটেক সবুজবাগ এলাকার মনোয়ারা বেগম, ঝুমা আক্তার, অহনা, জীবন, ইমন; বরগুনা সদরের রুমা, পাথরঘাটার তাবাচ্ছুম, বেতাগী উপজেলার গাবতলী গ্রামের মাহিমা, বরগুনা সদরের ইমন, তাছলিমা বেগম, তানিসা, মিম, শারমিন বেগম, আব্দুল্লাহ, আছিয়া; ডলুয়া গ্রামের মনোয়ারা বেগম, ছোটবগি ইউনিয়নের রেখা বেগম, জুনায়েদ, পটুয়াখালীর মির্জাগঞ্জের রিনা ও লিমা আক্তার।ঝালকাঠি যুব রেডক্রিসেন্ট সোসাইটির যুবপ্রধান মশিউর রহমান শাহিন বলেন, পূর্ণাঙ্গ তালিকা করার পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।এ ছাড়া ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে নিখোঁজ ৪১ জনের নামের তালিকা করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৮, নারী ১৬ ও শিশু রয়েছে ১৫ জন। বাকি দুজনের নাম একাধিকবার লেখা হয়েছে।
নিখোঁজ পুরুষরা হলেন, বরগুনা সদর উপজেলার দক্ষিণ বড় লবনগোলা গ্রামের মো. হাকিম শরীফ (৪০), বরগুনার বেতাগি উপজেলার ছোট মোকামিয়া গ্রামের আরিফুর রহমান (৪০), বেতাগি উপজেলার মোকামিয়া গ্রামের আরিফুর রহমান (৩৫), বরগুনার সদর উপজেলর খাজুরা গ্রামের মো. মঈন সরদার ( ৩০), নরসিন্দী জেলার রায়াপুর উপজেলার হায়পারা গ্রামের মো. আব্দুল হক (৩০), বরগুনার বেতাগী উপজেলার ছোট মোকামিয়া গ্রামের আরিফুর রহমান (৩২), বরগুনা সদরের আরিফুর রহমান (৩২), বরগুনার বামনা উপজেলার গোলাকাটা গ্রামের আব্দুল হামিদ খান (৭০)। নিখোঁজ নারীরা হলেন, বরগুনা সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের মোসা: তাসলিমা (৩২), একই এলাকার সুমাইয়া আক্তার মীম (১৪), সুমনা আক্তার তামিমা (১২), বরগুনা সদর উপজেলার দক্ষিণ বড় লবনগোলা গ্রামের পাখি (৩২), বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার এলাকার রিনা বেগম (৩২), বরগুনার পাথরঘাটা উপজেলার ছোট টেতরা গ্রামের পপি আক্তার ফজিলা (৩৫), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামের নুসরাত বেগম লিমা (১২), রবগুনার তালতলী উপজেলার ছোটবগি গ্রামের রেখা বেগম (৪০), বরগুনা জেলার বেতাগী উপজেলার গরিয়াবুনিয়া গ্রামের জাহানারা বেগম (৩৫), বরগুনার সদর উপজেলার পরীরখাল গ্রামের রাজিয়া সুলতানা (৩৬), ঢাকার সবুজবাগ এর উত্তর মাদারটেক এলাকার মনোয়ারা বেগম (৬০), একই এলাকার রুনা আক্তার (২২), সারমিন আক্তার (২৩), বরগুনার সদর উপজেলার কুমারখালী গ্রামের রিমু আক্তার (২১), একই উপজেলার কিসমত শ্রীনগর গ্রামের জাহানারা বেমগ (৪২), বরগুনা সদরের কুমারখালী গ্রামের রিমু আক্তার (১৭)।নিখোঁজ শিশুরা হলেন, ঢাকার ডেমরা থানার পূর্ববক্সনগর এলাকার মো. জুনায়েদ ইসলাম বায়জিদ (৭), বরগুনার তালতলী উপজেলার ছোটবগী এলাকার জুনায়েদ (৭), বরগুনা সদর উপজেলার দক্ষিণ বড় লবনগোলা গ্রামের নাছিরুল্লা (১), ঢাকার সবুজবাগ থানার উত্তর মাদারটেক এলাকার অহনা (৬), একই এলাকার জীবন (১২), ইমন (৮), আব্দুল্লাহ (৪), আছিয়া (২), বরগুনা সদর উপজেলার পরিরখাল এলাকার নুসরত (৯), বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া গ্রামের কুসুম (৭), বরগুনা সদরের কুমারখালী এলাকার মোদাচ্ছিন (১১), চাদপুর সদর উপজেলার পাইকান্দা গ্রামের মাহিন (১২), বরগুনা সদর উপজেলার কুলসুম (৪), বরগুনা সদরের ধলুয়া গ্রামের মোদাচ্ছের (১১), ও বরগুনার বেতাগি উপজেলার ছোট মোকামিয়া গ্রামের মোসামৎ কুলসুম (৪)।ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন,নিখোঁজদের স্বজনের অভিযোগের ভিত্তিতে এ তালিকা করা হয়েছে।