বাড়িতে খাতা এনে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মেয়র!

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  08:39 PM, 26 December 2021

আমতলী প্রতিনিধিঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আমতলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বরগুনার আমতলীর পৌরসভার মেয়র মতিয়ার রহমান।শনিবার (২৫ ডিসেম্বর) এমন খবর ছড়িয়ে পড়ে উপজেলা শহরের সর্বত্র। একইসঙ্গে শুক্রবার সকালে নিজ বাসায় পরীক্ষার খাতা এনে পরীক্ষা দেওয়ার অভিযোগও ওঠে মেয়রের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসায় বসে মেয়র মতিয়ার রহমানের পরীক্ষা দেওয়ার খবর জানাজানি হলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোয়াজ্জেম খানের নেতৃত্বে একটি দল আমতলী সরকারি ডিগ্রি কলেজে কর্তব্যরত শিক্ষকদের কাছে বিষয়টি জানতে চান। কিন্তু পরীক্ষার হলের কর্তব্যরত শিক্ষকরা প্রথমে মতিয়ার রহমান নামে কোনো পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন হয়নি বলে জানান।বিষয়টি নিয়ে আমতলী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হোসেন আহমদের কাছে গেলে তিনিও প্রথমে তথ্য দিতে অস্বীকৃতি জানান।

পরে স্থানীয় সাংবাদিক ও ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে প্রমাণপত্র হিসেবে পরীক্ষার্থীদের সিট ও হাজিরা খাতা দেখতে চাইলে দেখাতে বাধ্য হন তারা।সেখানে দেখা যায়, মতিয়ার রহমান পিতা মোহন খলিফা, মাতা আমেনা বেগম, রেজিস্ট্রেশন নম্বর ১৯-০-১১-৫০৫-০৩৯।প্রত্যক্ষদর্শী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোয়াজ্জেম খান বলেন, খবর পাই মেয়র মতিয়ার রহমান তার বাসায় বসে আমতলী সরকারি ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। কলেজে পরীক্ষা কেন্দ্রের হলরুমে গিয়ে পরীক্ষার হলের দায়িত্বে থাকা অধ্যক্ষ হোসেন আহমদ সাহেবের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি তথ্য দিতে চাননি। পরে কাগজপত্র দেখে তিনি মেয়র মতিয়ার রহমানের পরীক্ষার হাজিরা খাতায় আমাদের সামনে অনুপস্থিত লিখে দেন।

এ বিষয়ে মেয়র মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, শুক্রবার তিনি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বরগুনার উপ-আঞ্চলিক পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইক বলেন, এটা শাস্তিযোগ্য অপরাধ। আমি খোঁজ নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বিষয়টা আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :