বরগুনাগামী লঞ্চে ভয়াবহ আগুন: নিহত ১৬, দগ্ধ শতাধিক

বরগুনাগামী লঞ্চে ভয়াবহ আগুন: নিহত ১৬, দগ্ধ শতাধিক
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযানে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। দগ্ধ শতাধিক যাত্রী। প্রাণহানি আরও বাড়ার শঙ্কা।
ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠিরর বিয়াকুলে পৌঁছালে সুগন্ধা নদীতে এ অগ্নি দুর্ঘটনা ঘটে। এখনো নেভেনি আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
তবে, অনেক যাত্রীই লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচিয়েছেন। যারা আগুন থেকে বাঁচতে নদীতে লাফ দিয়েছেন তাদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠলেও অনেকে নিখোঁজ। আহত শতাধিক যাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল-শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
উদ্ধার হওয়া যাত্রীরা জানান, রাত তিনটার দিকে লঞ্চের ইঞ্জিনরুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সে আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে অনেক যাত্রী লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। লঞ্চটিতে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল বলেও জানান উদ্ধার হওয়ারা।
খবর পাওয়ার পরপরই উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। তবে, কুয়াশার কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।