বরিশালে পরিবহন ব্যবসায়ীকে ছুরিকাঘাত
বরিশালে পরিবহন ব্যবসায়ীকে ছুরিকাঘাত
বরিশালে এক পরিবহন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। তাকে মুমুর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরের পুলিশ লাইন্স রোড এলাকায়।
ছুরির আঘাতে আহত হওয়া ব্যাক্তির নাম শামীম মুন্সি (৪৫)। সে নগরের আলেকান্দা কাজীপাড়া এলাকার বাসিন্দা।
এঘটনায় অভিযুক্ত জলিল হাওলাদারকে আটক করেছে পুলিশ।
আটককৃত জলিল বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার কাদের হাওলাদারের ছেলে ও বর্তমানে নগরের সিএন্ডবি রোড থানা কাউন্সিল সংলগ্ন মিয়া বাড়ির পুল এলাকার বাসিন্দা।
বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসন জানান, সকালে পুলিশ লাইন্স রোড থেকে মটর সাইকেলে যাওযার পথে জলিল হাওলাদার তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এসময় স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ জলিলকে আটক করে এবং আহত হওয়া শামীম মুন্সিকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার চিকিৎসা চলছে।
তিনি আরো জানান, অভিযুক্ত জলিলের কথাবার্তায় মনে হচ্ছে তার মানষিক কোন সমস্যা রয়েছে। তিনি নিজেকে মেজর জলিল বলেও পরিচয় দিচ্ছে। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
আহতের ভাই সাবেক সেনা সদস্য পারভেজ জানায়, সকালে মটর সাইকেল যোগে নিজ ব্যবসা প্রতিষ্ঠান নগরের ত্রিত গোডাউন এলাকায় যাবার সময় নগরের পুলিশ লাইন্সের সামনে পৌছালে অজ্ঞাত এক ব্যাক্তি তার গতিরোধ করে। পরে আকস্মিকভাবে শামীমের পেটে ছুরিকাঘাত করে ঐ ব্যাক্তি। তাৎক্ষণিকভাবে পাশের পুলিশ লাইন্সের সদস্যরা হামলাকারীকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করে।
এঘটনায় তিনি মামলা দায়ের করবেন বলে জানান