চাঁদপাশায় শক্ত অবস্থানে হাতুড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সবুজ
বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আনিছুর রহমান সবুজ। আসছে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষ্যে একচাটিয়া ভোট ব্যাংক তৈরি করতে দিনরাত পরিশ্রম করেছেন দুইবারের নির্বাচিত এই চেয়ারম্যান। ইতিমধ্যেই হাতুড়ি প্রতীকের পক্ষে প্রচারনায় নেমেছেন উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।
ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৬টিতে প্রথমস্থান অর্জন করবেন বলে জানিয়েছেন হাতুড়ি প্রতিকের কর্মী সমার্থকরা। এ লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি এলাকায় নেতাকর্মীরা গনসংযোগ ও উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন।
আনিছুর রহমান সবুজ বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বহিরাগতদের এনে নির্বাচনী এলাকায় আত্মঙ্ক সৃষ্টি করছেন। এভাবে চলতে থাকলে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হলে বিপুল ভোটে হাতুড়ি প্রতীক বিজয়ী হবে।