ভোলায় সম্ভাব্য ইউপি সদস্যে মিলনের উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সম্ভাব্য ইউপি সদস্য মো. মিলনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর নির্বাচনী এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মিলন তাঁর নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, পঞ্চম ধাপে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ৫ জানুয়ারি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাকে বিজয়ী করার জন্য তাঁর দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।
নির্বাচনে বিজয়ী লাভের পর তাঁর ওয়ার্ডটিকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলেও প্রতিশ্রুতি দেন।
বৈঠকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তাঁর দলীয় নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ তিন শতাধিক জনগণ উপস্থিত ছিলেন।