চরমোনাইতে মুফতি ফয়জুল করিমের পুত্রের কোপে গুরুতর জখম চাচা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  02:54 AM, 18 December 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই পীরের ভাই মুফতি ফয়জুল করিমের ছেলে মোঃ মুজাহিদুল করিমের হামলায় গুরুতর আহত হয়েছেন তারই ঘনিষ্ঠ আত্মিয় কাজী মামুন খান। আহতের মেয়ে সায়মা জানান, পারিবারিক জেরে তাকে কুপিয়ে মর্মান্তিক ভাবে আহত করা হয়েছে।

শুক্রাবার(১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরিশাল সদর উপজেলার চরমেনাাই ইউনিয়নের চরমেনাই গ্রামে অবস্থিত নলছিটি হুজুরের বাড়ীর সামনে একা পেয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে মারাত্মক জখম করলে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

আহত’র স্বজন সূত্রে আরো জানা গেছে চরমোনাই এর মুফতি ফয়জুল করিম ও কাজী মামুন খান মামাতো ফুপাতো ভাই সম্পর্ক। চাচাকে কোপানোর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তবে কবরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচাজ মোঃ আজিমুল করিম জানান, এখনো কোন মামলা হয়নি এবং অভিযোগও পাইনি।

আপনার মতামত লিখুন :