শেবাচিমে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  04:56 AM, 16 December 2021

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।হাসপাতালের পরিচালক এএইচএম সাইফুল ইসলাম জানান, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক জাকির হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন হাসপাতালের একজন সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের একজন করে প্রতিনিধি।

কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডে আগুন লাগে। সে সময় রমনীমোহন দাস (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়।তবে অগ্নিকাণ্ডের সঙ্গে রোগীর মৃত্যুর সম্পর্ক নেই বলে দাবি করছেন হাসপাতাল কর্মকর্তারা। তারা বলছেন, হৃদরোগে আক্রান্ত ওই রোগী মুমূর্ষু অবস্থায় ছিলেন।

আগুন লাগার সঙ্গে সঙ্গে রোগীদের পাশের পোস্ট সিসিইউতে সরিয়ে নেওয়া হয়।শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জানিয়েছিল। তবে কিভাবে শর্ট সার্কিট হয়েছিল তা তখন কেউ বলতে পারেনি।পরিচালক সাইফুল ইসলাম বলেন, “কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা এড়িয়ে চলা যায় সেসব বিষয় খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছে।”

আপনার মতামত লিখুন :