বরিশালে ডেঙ্গু পরীক্ষায় তিনগুণ ফি আদায়, ল্যাবএইডকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি থেকে কয়েকগুণ বেশি নেওয়ায় ল্যাবএইড ডায়াগনস্টিক বরিশাল সদররোড শাখা কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ জরিমানা করেন।
তিনি বলেন, ডেঙ্গু পরীক্ষায় ল্যাবএইড বরিশাল সদররোড শাখা কর্তৃপক্ষ সরকার নির্ধারিত ফি থেকে কয়েক গুন বেশি নেওয়ার অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।এ সময় দেখা যায়, সরকার নির্ধারিত ফি ৫০০ টাকার জায়গায় ১ হাজার ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। বেশি টাকা নেওয়ার কারণ জানতে চাইলে ল্যাবএইড কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। পরে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি বা অর্থ নেওয়ার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।