বরিশাল কেন্দ্রীয় কারাগারে টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  04:52 AM, 16 December 2021

নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশের ন্যায় বরিশাল জেলায় প্রথম বারের মতো কেন্দ্রীয় কারাগারে কারা নিবাসীদের মাঝে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। ১৫ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে সিভিল সার্জনের কার্যালয় বরিশাল ও বরিশাল কেন্দ্রীয় কারাগার এর আয়োজনে কারা নিবাসীদের কোভিট-১৯ প্রতিরোধী ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেল সুপার বরিশাল কেন্দ্রীয় কারাগার প্রশান্ত কুমার বণিক।বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরিশাল সুমী আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে কয়েদীদের মাঝে কোভিট-১৯ প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয় এসময় তাদের জেলা প্রশাসক এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আপনার মতামত লিখুন :