বাবুগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে মায়েদের নিয়ে উঠান সভা

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  04:47 AM, 16 December 2021

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মায়েদের নিয়ে উঠান সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন শীর্ষক (তথ্য আপা) প্রকল্পের আওতায় বুধবার উপজেলার প্রতাবপুর গ্রামে ওই উঠান সভা অনুষ্ঠিত হয়।উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না।

সভায় গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ।এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা তথ্য সহকারী দিলশাদ জাহান, শারমিন আক্তার মিতু, সমাজকর্মী মাইনুল হাসান দিপু, অভিভাবক প্রতিনিধি আবুল হোসেন খান প্রমুখ। পরে উপস্থিত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মায়েদের মধ্য থেকে বাছাইকৃত ৫০ জনের মাঝে সম্মানী ভাতা বিতরণ করেন প্রধান অতিথি আরিফ আহমেদ মুন্না।

আপনার মতামত লিখুন :