২৪ ঘণ্টায় কভিডে চারজনের মৃত্যু

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  04:43 AM, 16 December 2021

অনলাইন ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩৮ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৯৭ জনের।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জনে। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৩ জন পুরুষ, একজন নারী। একজন করে মারা গেছেন ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে।

আপনার মতামত লিখুন :