কলাপাড়ায় অভিনয়ে স্মরণ করলো জাতির সূর্য সন্তানদের

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  05:16 AM, 15 December 2021

তানজিল জামান জয়,কলাপাড়া ॥ পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।মঙ্গলবার সকাল ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে কলাপাড়া উপজেলা প্রশাসন ও ‘কচিমুখ নাট্যাঙ্গন শিশু কিশোর সংগঠনের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে।

৫০ বছর আগের সেইদিনে রায়ের বাজারের বিভিষীকাময় হত্যাকান্ডের মুহুূর্তটি অভিনয়ের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে স্কুলের শিক্ষার্থীরা।এর আগে কলাপাড়া উপজেলা প্রশাসন, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও থানা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিশু- কিশোররা চিত্রাঙ্কন ও প্রতিবাদী গান গেয়ে শহীদ বুদ্ধিজীবিদের হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান।এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান,

উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া থানার ওসি মো. জসীম প্রমুখ।প্রথমবারের মতো কলাপাড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করায় সকাল থেকে শতশত মানুষ জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয়।

আপনার মতামত লিখুন :