মুলাদীতে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রী রক্তাক্ত

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  05:09 AM, 15 December 2021

মুলাদী প্রতিনিধি ॥ পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুলাদী মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান কলি আক্তারের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে মুলাদী এলাকার সীমান্তবর্তী হিজলা উপজেলার চরপত্তনীভাংগা গ্রামের হারুন দর্জি ও পুত্র আসলাম দর্জির বিরুদ্ধে।

অভিযোগ ও ঘটনার সূত্রে জানা যায় গত ১১ই ডিসেম্বর শনিবার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে কলি আক্তার দুপুর ২ টার দিকে বাড়ীতে পৌঁছলে পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে কলি আক্তার ও তার পিতার ওপর হামলা চালায় আসলাম দর্জি ও তার পিতা হারুন দর্জি, হামলায় গুরুতর আহত স্কুল ছাত্রী ডাকচিৎকার দিলে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করে।আহত কলি আক্তারের পিতা শহিদুল ইসলাম দর্জি অভিযোগ করে বলেন আমার মেয়ে ৫ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে পড়ালেখাও অনেক মেধাবী আমার মেয়েকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি সেই মেয়েকে স্কুল ড্রেস পরা অবস্থায় মেরে গুরুতর রক্তাক্ত আহত করছে এর বিচার চাই।এ ব্যাপারে আসামীদের নামে অভিযোগ দায়েরের প্রস্তুুতি নিচ্ছি।

এ ছাড়াও স্থানীয় একাধিক ব্যাক্তি জানান হারুন ও শহিদুল দর্জি দুই ভাই জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল কিন্তুু শহিদুলের ৭ম শ্রেণীর স্কুল পড়ূয়া কন্যার উপর হামলাটি ন্যাক্কার ও দুঃখ জনক উর্দ্ধতন মহলের নিকট এর সুষ্ঠ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ব্যাপারে অভিযুক্ত আসলাম ও তার পিতা হারুন দর্জির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :