বরিশালে লঞ্চের কেবিন থেকে নারীর লাশ উদ্ধার
বরিশালে লঞ্চের কেবিন থেকে নারীর লাশ উদ্ধার
বরিশালে কুয়াকাটা-২ লঞ্চ থেকে এক নারী যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নোঙর করা লঞ্চের কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে ঢাকা থেকে বরিশালে পৌঁছায় যাত্রীবাহী লঞ্চ কুয়াকাটা-২। পরে যাত্রীরা সব নেমে গেলেও লঞ্চের গ্রিজার কেবিনটি বন্ধই ছিল। সেখানে থাকা যাত্রীদের কোন সাড়া শব্দ না পেয়ে স্টাফরা ডাকাডাকি শুরু করেন। পরে পুলিশ সদস্যরা কেবিন থেকে নারী যাত্রীর লাশটি উদ্ধার করেন।
লাশের সাথে থাকা জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি উদ্ধার করেছে সিআইডি। সেখানে তার নাম লেখা রয়েছে শারমিন আক্তার। পিতার নাম এনায়েত হোসেন ফকির ও মাতার নাম নুরুন নাহার। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে সিআইডির একটি সূত্র