বরিশালে নিয়মনীতি না মেনে চলছে বিসিক উদ্যোক্তা মেলা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে বিসিক শিল্প এলাকায় বালুর মাঠে দীর্ঘ এক মাস ধরে চলছে বিধি বহির্ভূতভাবে বিসিক উদ্যোক্তা মেলা ২০২১। সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১০ নভেম্বর মেলাটি শুরু হয়ে ৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
কিন্তু ওখানে একটি বাণিজ্যিক চক্র জেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে মেলার সার্কাস প্রদর্শনী ও গেট টিকিট বিক্রি শুরু করে দিয়েছে। অনুমোদিত পরিপত্রে কোথায়ও বিসিক উদ্যোক্তা মেলায় সার্কাস গেট টিকেটের অনুমতি নাই।
কিন্তু কোন আদেশের বলে এই চক্রটি বিধিবহির্ভূতভাবে চালিয়ে যাচ্ছে বাণিজ্যিকভাবে সার্কাস প্রদর্শনী এবং গেট টিকিট বিক্রি ও সার্কাসের নামে নৃত্য ড্যান্স। এমনকি বিসিক তালিকাভুক্ত যে সমস্ত উদ্যোক্তা থাকার কথা অদ্য মেলায় প্রায় ৫০ টি স্টল এর মধ্যে উদ্যোক্তাদের খুজে পাওয়া যায় নাই।
মূলত এই মেলাটি যারা আয়োজন করেছেন তারা হচ্ছে একটি ব্যবসায়ী চক্র। মেলার প্রবেশ গেটে কথা হয় দর্শনার্থী নগরীর শের-ই-বাংলা বলিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার সাথে, তিনি বলেন বিসিক উদ্যোক্তা মেলায় উদ্যোক্তাদের কোন পন্য পাইনি।
সার্কাস প্রদর্শনীতে অতিরিক্ত টিকিটের কারনে দর্শনার্থীদের ভোগান্তির শেষ নেই। প্রথম শ্রেণির টিকেট ১৫০ টাকা দ্বিতীয় শ্রেণির ১০০ টাকা একইস্থলে প্রথম শ্রেণির জন্য ৫০টাকা ও দ্বিতীয় শ্রেণির জন্য ৩০ টাকা হলে ভালো হতো এবং অবৈধভাবে গেট টিকেট নিচ্ছে।
এবিষয় আরও কথা হয় বরিশাল নগরীর চকবাজার, কাটপট্টি, গীর্জামহল্লা ব্যবসায়ী সমিতির সভাপতি তোবারক আলীর সাথে তিনি বলেন আমরা এমনিতেই ব্যবসায়ীরা করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ এবং ব্যাংক ঋণে জর্জড়িত এ অবস্থায় নগরীতে বিসিক উদ্যোক্তা মেলা এভাবে চলতে থাকলে আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না।
খুব শ্রিগ্রই আমরা এবিষয় মানব বন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করবো। এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম আব্দুর রহমান মুকুল মুঠোফোনে জানান বিষয়টি আমরা আমলে নিয়েছে সার্কাস এবং গেট টিকিট বিধিবহির্ভূত।
জেলা প্রশাসকের সাথে আগামীকাল আলাপ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। বিসিক উদ্যোক্তা মেলা ২০২১ সার্কাস ও গেট টিকিট বিষয়ে কথা হয় উপ- মহাব্যবস্থাপক বিসিক বরিশাল মোঃ জালিস মাহমুদ এর সাথে তিনি বলেন জেলা প্রশাসকের অনুমতি নিয়েই এই সার্কাস গেট টিকিটের আয়োজন করা হয়েছে।
তার কাছে চিঠি আছে কিনা জানতে চাইলে তিনি জেলা প্রশাসকের চিঠি দেখাতে পারেনি। এ বিষয়ে জেলা প্রশাসককে মুঠোফোনে না পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস এর সাথে তিনি বলেন জেলা প্রশাসক ব্যতীত আমরা সাক্ষাৎকার দিতে পারিনা তবে বিষয়টি আমরা দেখতেছি।
এব্যাপারে বরিশল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার জানান মেলাটি নিয়ন্ত্রন করে বিসিক। তবে আইন শৃঙ্খলার বিষয় বিঘ্ন ঘটলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।