বিপিএলে দল পেতে আগ্রহ বরিশালসহ ‘৮’ ফ্র্যাঞ্চাইজির
অনলাইন ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি আয়োজনের সম্ভাব্য তারিখ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয় দলের অংশগ্রহণে হবে এবারের বিপিএল তাও জানিয়েছে বিসিবি। তবে বিপিএল টি-টোয়েন্টিতে কোন ছয় দল অংশ নিবে তা এখনও চূড়ান্ত হয়নি।আগামী ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরু হতে পারে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।
তার আগে এখনও দল নির্ধারণ করতে পারেনি বিসিবি।যথারীতি এই বিপিএলেও অংশ নিবে ছয়টি দল। দলগুলো চূড়ান্ত না হলেও, বিপিএল কমিটির এক সূত্র থেকে বিডিক্রিকটাইম নিশ্চিত হতে পেরেছে আগামী বিপিএলে অংশ নিতে চাইছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। শুধু তাই নয় বরিশাল, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রামসহ দল পেতে আগ্রহ দেখিয়েছে আটটি ফ্র্যাঞ্চাইজি।এই ইস্যুতে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান,“এবারের আসরে আটটা ফ্র্যাঞ্চাইজি দলে নিতে ইচ্ছে প্রকাশ করেছে। আমরা তাঁদের সম্পর্কে জানব, দেখব- তারপর সিদ্ধান্ত নেব।
এই আট দলের মধ্য লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কোন ছয় দল আগামী বিপিএলে অংশ নিবে তা। মূলত গত আসরে ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি। এই পদ্ধতি উঠিয়ে দিয়ে স্পন্সরভিত্তিক দল নিয়ে বিপিএল আয়োজন করা হয়েছে। দীর্ঘ চুক্তি না পাওয়ায় আসন্ন বিপিএলে অনেকেই মালিকানা নিতে আগ্রহ দেখায়নি। তবে পাপনের ভাষ্যমতে হয়ত এইবার দীর্ঘ সময়ের চুক্তি পেতে পারে ফ্র্যাঞ্চাইজিরা।“আসলে এটা বলা মুশকিল। বেক্সিমকো থাকবে কী থাকবে না আমি এখনও জানি না। তবে অনেকের ইচ্ছে আছে।
আসলে হয় কী ছোট ফরম্যাট তো- এক বছরের চুক্তিতে কেউ ইচ্ছুক না। অনেকেই লং টার্ম চুক্তি চায়, পাঁচ-ছয় বছর। লং টার্ম চুক্তি থাককে হয় কী, তাঁরা একটা পরিকল্পনা নিয়ে নামতে পারে।”আসন্ন বিপিএলে দল নিচ্ছে না বসুন্ধরা, বেক্সিমকো ও জেমকন গ্রুপ বলেও সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছে। ফলে তাঁদের পরিবর্তে কারা আসে সেটাই এখন দেখার বিষয়।