বরিশালে শিক্ষক কর্মচারীদের সংবাদ সম্মেলন

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  10:45 PM, 04 December 2021

নিজস্ব প্রতিবেদকঃ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদান ও শিক্ষা জাতীয় করন সহ বিভিন্ন দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশন সমিতি। শনিবার (৪) নভেম্বর সকাল ১১টায় নগরের ফজলুল হক রোডস্থ বাকশিস কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন এর বরিশাল বিভাগের সমন্বয়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে সরকার এসেছে, সরকার পরিবর্তন হয়েছে কিন্তু শিক্ষা ব্যবস্থা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। শিক্ষা আজ ধনীদের শিক্ষায় পরিনত হয়েছে। শিক্ষা গরিবদের ধরাছোয়ার বাইরে চলেগেছে। অথচ সংবিধান মোতাবেক শিক্ষা সকল মানুষের মৌলিক অধিকার।তিনি বলেন, মহামারি করোনায় শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকরা মারাক্তকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দূভাগ্য আমাদের প্রধানমন্ত্রী বহু প্রতিষ্ঠান ও ব্যাক্তিবর্গকে প্রনোদনা দিয়েছেন কিন্তু বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা বঞ্চিত থেকেছে।বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে উর্দ্ধগতি ও চিকিৎসা সেবা নেওয়া শিক্ষকদের জন্য দুরুহ হয়ে উঠেছে।

এই অবস্থায় দাড়িয়ে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদানের জোর দাবি জানাই।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতি ফেডারেশন এর আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক রেজাউল করিম, শিক্ষক সমিতি (কামরুজ্জামান গ্রুপ) এর আঞ্চলিক কমিটির আহবায়ক অধ্যক্ষ প্রনব বেপারী, বাকশিস আঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, শিক্ষক নেতা মজিবর রহমান, অধ্যক্ষ তাইজুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন :