গলাচিপা পৌরসভায় আবারও মেয়র হলেন নৌকার প্রার্থী তুহিন
গলাচিপা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল হক তুহিন পুনরায় নির্বাচিত হয়েছেন।রোববার (২৮ নভেম্বর) রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি সাহানুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, নির্বাচনে আহসানুল হক তুহিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ৩৩৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী মামুন আজাদ জগ প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৫৩৮ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কার প্রার্থী নাজমুল হুদা রিপন পেয়েছেন ৭৯৭ ভোট।নির্বাচনে এ পৌরসভায় ১৬ হাজার ৩৪০ ভোটারের মধ্যে ১১ হাজার ৬৭১ ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। এবার মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।