বরিশালে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

NEWSNEWS
  প্রকাশিত হয়েছেঃ  02:09 AM, 27 November 2021

নিজস্ব প্রতিবেদকঃ নিরাপদ সড়ক ও গণপরিবহনে ছাত্রদের হাফ ভাড়া নেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা’র আহবায়ক সাগর দাসের সভাপতিত্বে ২ দফা দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দাবি করে বলেন, সারাদেশে নিরাপদ সড়ক চালু করতে হবে এবং নটরডেম কলেজ শিক্ষার্থী নাইম হত্যার বিচারসহ আন্দোলনে ছাত্র নেতাদের উপর কোন হামলা করা যাবে না। গণপরিবহনে সকল শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়াসহ জ্বালানি ও বর্ধিত ভাড়া কমাতে হবে।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি মহিলা কলেজ সংগঠক অদিতি ইসলাম প্রমূখ।

আপনার মতামত লিখুন :