খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া মোনাজাত
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে বরিশাল মহানগর বিএনপি।শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরীর মুসলিম গোরস্তান জামে মসজিদে জুম্মাবাদ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া ও মোনাজাতে অংশ গ্রহন করেন, মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব ও বিসিসি ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ, ১নং সদস্য সচিব এ্যাড, আলি হায়দার বাবুল, সাবেক বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান গোলাপ,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্য এ্যাড, সৈয়দ মাসুদ, মহানগর শ্রমিকদল সম্পাদক ফয়েজ আহমেদ খান,
কৃষকদল যুগ্ম আহবায়ক আনোয়ার তালুকদার,মহানগর স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু,বরিশাল উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু,সাবেক মহানগর সাবেক যুবদল নেতা খন্দকার আবুল হোসেন লিমন,জেলা ছাত্রদল সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, মতিউর রহমান মিঠু, সাধারন সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন প্রমুখ।